শিরোনাম
ইউএনবি
প্রকাশ: ২২:২২, ৯ জানুয়ারি ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিলির সঙ্গে সংগে সাক্ষাৎ করেন। ছবি: ইউএনবি
সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, প্রথমে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এবং পরে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।
তিনি জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং শুক্রবার বিকেলে পাকিস্তানের হাইকমিশনার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।