শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:১৪, ২৪ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস, ফাইল।
দেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন, খবর বাসসের।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। শনিবার দেশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪০০ এর বেশি মানুষ। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এরপর, রবিবারে ‘আফটার শক’ বলে পরিচিত---এমন মৃদু ভূমিকম্প হয়েছে একাধিকবার। তাতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।