ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

পতনের মুখে পুঁজিবাজার, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৪১, ২৬ আগস্ট ২০২৫

পতনের মুখে পুঁজিবাজার, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির

গ্রাফিক্স ইউএনবি’র।

টানা দুই দিন উত্থানের পর পতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। এতে কমেছে প্রধান সূচক এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার(২৬ আগস্ট) সারা দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট।

বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস শূন্যের ঘরে থাকলেও বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৫ পয়েন্ট, রিপোর্ট ইউএনবি’র। 

লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৩৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪৫ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। সর্বোচ্চ লভ্যাংশ দেওয়া এ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২১৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৬, কমেছে ১২৪ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে ১২০০ কোটি টাকার ওপর শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১১০০ কোটি টাকার ওপরে।

১০ শতাংশ দাম বেড়ে ঢাকার বাজারে শীর্ষে আছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। ১০ শতাংশ দাম কমে তলানিতে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৪২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৭ কোম্পানির, কমেছে ৯৭ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন কমেছে সিএসইতে; ১৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫০ কোটি টাকা।

ঢাকার মতো ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতেও শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। অন্যদিকে ৯ শতাংশের ওপর দাম কমে তলানিতে নেমেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন