শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬:৪২, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৬, ২ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
বাংলাদেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। খবর একাত্তর টিভির।
রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করার সময় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এখন এক ধরনের অনিশ্চিত সময় পার করছে দেশবাসী, নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে।
এসময় সবার প্রতি দেশের শত্রুদের ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ৫০ বছর আগে ৭ নভেম্বরে যেভাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তেমনই তারেক রহমানও সুদূর থেকে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করছেন।
৭ নভেম্বরের দিনটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্টকে বন্দি করে রেখেছিলো। সেই অবস্থা থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাকে মুক্ত করে নিয়ে আসে। এরপরই ইতিহাসে শুরু হয় বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায়।