ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:৫৮, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:০১, ২ নভেম্বর ২০২৫

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে প্রস্তুত এনসিপি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে 'শাপলা কলি' নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ ও শাপলা কলির’মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর যমুনা টিভির।

পাটওয়ারী বলেন, আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না। তবে বিএনপির চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের চিন্তা করবে এনসিপি।

তিনি আরও বলেন,গনভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। তবে গনভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। রাজনৈতিক দু’দলকে এ সংক্রান্ত সমস্যা আহ্বান জানান এনসিপির এই নেতা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করা হয় 'শাপলা কলি' সহ আরও বেশকয়েকটি প্রতীক। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন