শিরোনাম
বাসস
প্রকাশ: ১৭:১৬, ৫ জানুয়ারি ২০২৬
সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। ছবি: বাসস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।
আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের আগে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সেখানে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।
সময় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে। তিান বলেন, সরকার ও বিরোধীদল সবাই মিলে একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে চান তারেক রহমান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যাবসা করেছে। আর আগামীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে রাজনৈতিকভাবে ভূমিকা না রাখতে পারে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
তারেক রহমানের সঙ্গে জোনায়েদ সাকির বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠক আরো উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা।
বৈঠকে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা দেন গণসংহতি আন্দোলনের নেতারা। এসময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে জোনায়েদ সাকি বলেন, শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি। চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সে বিষয়ে কথা বলেছি।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব সরকারের। এতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য দরকার বলেও উল্লেখ করেন তিনি।