কোকোর দাম ব্যাপকভাবে কমেছে, কিন্তু কমেনি চকোলেটের দাম
গত বছর বিশ্ববাজারে কোকোর দামে যে বিশাল ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, এ বছর তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে—অর্থাৎ দাম এখন পড়তির দিকে। তবে চকোলেটযুক্ত মিষ্টি বা বেকারি পণ্যের দাম সেই অনুযায়ী মোটেও কমেনি।