হাঁটছেন তিনি ২৭ বছর ধরে
কার্ল বুশবি যখন ইংল্যান্ডের হাল (Hull) শহরে নিজের বাড়ি ছেড়ে জীবনের সবচেয়ে বড় অভিযানে বের হন, তখন তার বয়স ছিল মাত্র ২৯ বছর। পকেটে মাত্র ৫০০ ডলার আর কিছু বেঁচে থাকার সরঞ্জাম নিয়ে তিনি এমন এক মিশনে নামেন যা ইতিহাসের আর কেউ কখনো সম্পন্ন করতে পারেনি: বিরতিহীনভাবে হেঁটে পুরো পৃথিবী প্রদক্ষিণ করা।