ঢাকা, রোববার, ২৬ অক্টোবর ২০২৫

১১ কার্তিক ১৪৩২, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, ইসলামাবাদ যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকের প্রত্যাশী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮:৪৩, ২৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২২, ২৪ অক্টোবর ২০২৫

ঢাকা, ইসলামাবাদ যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকের প্রত্যাশী

ছবি: ইউএনবি।


দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ অর্থনৈতিক কমিশনের ৯ম বৈঠককে বাংলাদেশ ও পাকিস্তান বৃহস্পতিবার স্বাগত জানিয়েছে।

উভয় দেশ সন্তুষ্টি প্রকাশ করেছে যে তারা সম্প্রতি বেশ কয়েকটি সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ভিসা পদ্ধতি সরলীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালু করা।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষই দুই দেশের মধ্যে সাম্প্রতিক যোগাযোগ এবং উচ্চ-পর্যায়ের মন্ত্রিপর্যায়ের সফর বিনিময়ের প্রশংসা করে। এর মধ্যে রয়েছে আগস্ট ২০২৫-এ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এবং এপ্রিল ২০২৫-এ ঢাকায় ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব-পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শ সফলভাবে অনুষ্ঠিত হওয়া।

তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং একাধিক খাতে সহযোগিতা জোরদার করার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হাই কমিশনারকে বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সব ধরনের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
 

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন