শিরোনাম
বিবিসি নিউজ বাংলা
প্রকাশ: ০৮:৪৬, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৫০, ২৪ ডিসেম্বর ২০২৫
নয়াদিল্লীতে বাংলাদেশের হাইকমিশন ভবন। ছবি: সংগৃহীত।
ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের কাছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবারে ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। হিন্দুত্ববাদীরা এক পর্যায়ে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেললেও বামপন্থিরা সেই চেষ্টা করেনি।
বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দফতরের নিরাপত্তা বাড়িয়েছে ত্রিপুরা সরকার। দিল্লি, কলকাতায় বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। তারপরেই ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ কয়েকটি হিন্দু সংগঠন বিক্ষোভ মিছিল করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।
দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।