ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ধানমণ্ডিতে

ল্যাবএইড হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৪৬, ১০ নভেম্বর ২০২৫

ল্যাবএইড হাসপাতালের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ইউএনবি।


রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রিপোর্ট ইউএনবি’র। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম জানায়, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান আলী জানান, তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন