ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২

দেশ রূপান্তরের সৌজন্যে

প্রকাশ: ০০:১৪, ১৩ নভেম্বর ২০২৫

এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২

ছবি: দৈনিক দেশ রূপান্তরের সৌজন্যে।

 

দিনভর বাসে আগুনের পর এবার রাজধানীর তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই ঘটছে এসব ঘটনা।
ট্রেনের বগিতে আগুনের ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন