শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:০৪, ১২ নভেম্বর ২০২৫
ছবি: আবুল হাসানের সৌজন্যে (বিবিসি বাংলা)।
"এই একটা গাড়িই আমার সম্বল ছিল। আমি এখন একবারে পথে বইসা গেছি। এই গাড়ি ছাড়া আমার চলার কোনো পথ নাই। কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার গাড়ির সাথে কারো কোনো শত্রুতা নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি"।
এই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আজ ভোরে আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে সেটির মালিক মো. সোহেল।
বুধবার ভোরে পৌনে চারটার দিকে বাসটিতে অগুন লাগিয়ে দেওয়া হলে এটি পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন বাসটির মালিক, রিপোর্ট বিবিসি বাংলা
শুধু আশুলিয়াতেই নয়, গাজীপুরেও তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় আজ বুধবারসহ তিনদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনে এসব ঘটনা প্রভাব পড়েছে।
এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বুধবার জানিয়েছে, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি।
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
২০২৪ সালের অগাস্টের আন্দোলনের সময় সংঘটিত 'মানবতাবিরোধী অপরাধের ঘটনায়' ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে সেটি আগামীকাল বৃহস্পতিবার নির্ধারণ করার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।
এরই মধ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘোষণা করায় বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক না কেন তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।
এই পরিস্থিতিতে স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
আশুলিয়ায় আলীফ পরিবহনের যে বাসটিতে বুধবার ভোররাতে আগুন দেওয়া হয়েছে সেটি স্থানীয় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল। সেখানেই দুর্বৃত্তরা বাসে আগুন দেয় বলে জানান ওই বাসের চালক মো. সাত্তার।
ওই সময় তিনি বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বলে জানান মি. সাত্তার।
"ভোররাতে হঠাৎ আগুনের তাপ এসে আমার গায়ে লাগছে। চোখ খুইলা দেখি আগুন। আমি জানালা দিয়া লাফ দিয়া নামছি। এগুলা অটোগ্লাস, হাত দিয়া টান দিলেই খুলে যায়। দেখি হেলমেট পরা চারজন আসছে। সিকিউরিটি ডাকছিলাম, তারা (হেলমেট পরা ব্যক্তিরা) গুলি করলে গার্ডরা আসে নাই," বলেন মি. সাত্তার।
এদিকে, গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে কে বা কারা। এসব ঘটনায় বাস পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পাশে পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরো জানান, আগুন দেওয়ার সময় বাসে কোনো লোক ছিল না। ধারণা করা হচ্ছে, রাতে হয়ত বাসটি সড়কের পাশে পার্ক করে রেখে দেওয়া হয়েছিল।
এদিকে, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর চারটা ৫০ মিনিটে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া উত্তরায় পারটেক্স গ্রুপের একটি মাইক্রোবাসে অগুনের ঘটনা ঘটেছে। তবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার বিবিসি বাংলাকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগেছে।
এদিকে, রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিক-আপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটি বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি।
মি. রহমান জানিয়েছেন, এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা।
এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল থেকে শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং মিন্টু রোডে বিজিবি সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায়।
এছাড়া কাকরাইলসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও র্যাবের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।
উদ্ভুত প্রেক্ষাপটে ঢাকা ও আশেপাশের জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানীতে ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে আরো দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।
ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলের সামনে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দুইটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে সকাল থেকেই স্কুলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ ও র্যাব সদস্যরা।
স্কুলের বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনার পর বুধবারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আজ স্কুলে শিক্ষার্থী আসায় ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
এই পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলের একজন শিক্ষক।
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি এবং রায়কে ঘিরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সব শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
ইংরেজি মাধ্যমের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুল, সানবীম স্কুল আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছে।
এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মঙ্গলবারই জরুরি এক নোটিশে, ১২ ও ১৩ই নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করার কথা জানিয়েছে।
একইসাথে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পরদিনের অর্থাৎ ১৪ই নভেম্বরের ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস ও সব রুটের বাস সার্ভিস বন্ধ থাকবে বলেও জানিয়েছে এই বিশ্ববিদ্যালয়।
গত সোমবার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়েরই একটি বাসে ধানমন্ডিতে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা।
এদিকে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ১৩ই নভেম্বরের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।