ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

৭ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

নির্বাচন কমিশন চাপে নতি স্বীকার করবে না: সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৫৬, ২২ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন চাপে নতি স্বীকার করবে না: সিইসি

নির্বাচন কমিশন ভবন। বাসস।


নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার পুনর্ব্যক্ত করেছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রতি তাঁর অঙ্গীকার থেকে নির্বাচন কমিশন কোনো চাপে নতি স্বীকার করবে না।

ঢাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, "নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না," রিপোর্ট বাসসের। 

সিইসি ইউএনওদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন কোনো চাপের কাছে নতি স্বীকার না করে বরং আইন অনুযায়ী নিজেদের সিদ্ধান্তে সম্পূর্ণভাবে অটল থাকেন।

তিনি বলেন, "আপনারাও কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। আইন অনুযায়ী নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থাকুন। আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা দেব।"

আসন্ন সংসদ নির্বাচন, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটির আগে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) 'নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ' (টিওটি) শীর্ষক এই অনুষ্ঠানে ৫০ জন ইউএনও অংশ নেন।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অপর চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ বক্তব্য রাখেন।

এআই-এর অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান সিইসি-এর
সিইসি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন