ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

মেটা বিশ্বব্যাপী ফেসবুকের `টিন অ্যাকাউন্ট’ চালু করছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫

মেটা বিশ্বব্যাপী ফেসবুকের `টিন অ্যাকাউন্ট’ চালু করছে

প্রতীকি ছবি। সংগৃহীত।

মেটা বৃহস্পতিবার জানিয়েছে যে তারা তাদের তথাকথিত "টিন অ্যাকাউন্ট" বিশ্বব্যাপী কিশোর-কিশোরীদের জন্য ফেসবুক এবং মেসেঞ্জারে চালু করছে। এই অ্যাকাউন্টগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এর আগে প্রধান ইংরেজিভাষী দেশগুলোতে এটি কয়েক মাস আগে চালু করা হয়েছিল।

মার্কিন এই সংস্থাটি একটি ব্লগ পোস্টে বলেছে, "আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং মেসেঞ্জার জুড়ে লক্ষ লক্ষ কিশোর-কিশোরীকে টিন অ্যাকাউন্টের আওতায় এনেছি এবং এখন আমরা ফেসবুক ও মেসেঞ্জারে বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের জন্য এগুলো সম্প্রসারিত করছি," রিপোর্ট খালিজ টাইমসের।

মেটার এই টিন অ্যাকাউন্টগুলোতে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা সেটিংস, কন্টেন্ট সীমাবদ্ধতা এবং অভিভাবকীয় নিয়ন্ত্রণ (parental controls)-এর ব্যবস্থা রয়েছে। এটি গত বছর প্রথম ইনস্টাগ্রামে চালু হয়েছিল।

কোম্পানিটি এপ্রিল মাসে জানিয়েছিল যে তারা এই সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনে ফেসবুক এবং মেসেঞ্জারেও চালু করেছে।

মেটা বলেছে, টিন অ্যাকাউন্টগুলোতে যে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে, তা "অভিভাবকদের প্রধান উদ্বেগগুলি দূর করার জন্য ডিজাইন করা হয়েছে। এর স্বয়ংক্রিয় সুরক্ষাগুলি সীমাবদ্ধ করবে যে তাদের কিশোর-কিশোরীরা অনলাইনে কার সাথে কথা বলছে এবং তারা কী ধরনের কন্টেন্ট দেখছে, পাশাপাশি তাদের সময় যেন ভালোভাবে ব্যয় হয় তা নিশ্চিত করবে।"

১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি ছাড়া এই সীমাবদ্ধতাগুলো সরানো যাবে না।

সাম্প্রতিক বছরগুলোতে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে রয়েছে প্ল্যাটফর্মগুলোতে যথাযথ নিয়ন্ত্রণ না থাকার কারণে অল্পবয়সীদের স্ক্রিনে বেশি সময় কাটানোর ভয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন