ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ১৫

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ২১:২৮, ৪ অক্টোবর ২০২৫

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ১৫

কর্ণফুলী টানেলের একটি অংশ। ছবি: সংগৃহীত।

 

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটে। তবে এতে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।

তিনি বলেন, ‘পতেঙ্গা দিক থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা অনেকে আহত হন। পরে টানেল নিরাপত্তা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে তাঁদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের কারও বড় ধরনের ইনজুরি হয়নি।’

দুর্ঘটনার সময় টানেলের ভেতর দিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম নামের একজন বলেন, ‘হঠাৎ দেখি বাসটি দুলতে দুলতে দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে। কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় টানেল থেকে বের করা হয়।’ এতে প্রায় ১৫ জনের মত আহত দেখেছি।

দুর্ঘটনার কারণে টানেলের ওই প্রান্তে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়ার পর টানেলে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন