ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

১৪ কার্তিক ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাচ্ছে

টেকনাফে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৯:৪৮, ২৯ অক্টোবর ২০২৫

টেকনাফে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

ছবি: সংগৃহীত।


কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে একটি জালে একবারে ৬০ মণ ইলিশ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে একটি নৌকার পাঁচ জেলে মিলে এই বিপুল মাছ আহরণ করেছেন। আহরিত এসব ইলিশ বিক্রি হয়েছে ১৪ লাখ ৪০ হাজার টাকায়!

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটির মালিক স্থানীয় মোহাম্মদ ঈমান হোসেন। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা। ধরা পড়া এসব ইলিশ স্থানীয় কায়ুকখালীয়া বাজারে বিক্রি করা হয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পাঁচ জেলে মিলে জোয়ারের শুরুতেই ছোট বোট দিয়ে নাফ নদীতে ১০০ থেকে ১৫০ ফুট লম্বা জালটি ফেলে আসেন। এরপর সন্ধ্যার দিকে ভাটা শুরু হলে জাল তোলার কাজ শুরু হয়। দুই পাশে ১২ জন জেলে কোমরে রশি বেঁধে এ জাল টেনে পাড়ে তোলেন। জালের পরতে পরতে আটকে ছিল ইলিশ আর ইলিশ! পরে বিভিন্ন নৌকায় করে মাছগুলো ফিশারিঘাটে নিয়ে আসেন।

টেকনাফের কায়ুকখালীয়া খালের হাকিম ফিশারিজের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন জানান, প্রতিটি ইলিশ মাছের ওজন ছিল ৬০০ থেকে ৮০০ গ্রাম। স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুর রশিদ মাছগুলো কিনেছেন। ব্যবসায়ী আবদুর রশিদ বলেন, প্রতি কেজি ইলিশ তিনি ৬০০ টাকায় কিনেছেন। সব মিলিয়ে দাম দিয়েছেন ১৪ লাখ ৪০ হাজার টাকা। এরপর এসব ইলিশ তিনি বরফ দিয়ে রেখেছেন। আগামীকাল (আজ) এসব চট্টগ্রামে পাঠানো হবে। সেখানে ভালো দামে বিক্রি করবেন বলে তার আশা।

জানতে চাইলে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার মধ্যরাতে ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই এক জেলের জালে হঠাৎ প্রচুর ইলিশ ধরা পড়ার খবর শুনেছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন