ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:১৬, ২৪ আগস্ট ২০২৫

পুঁজিবাজারে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থান

প্রতীকি ছবি। ইউএনবি।

 

লেনদেনের প্রথম ঘণ্টায় উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং সবকটি সূচক।

সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট, রিপোর্ট ইউএনবি’র।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস শূন্যের ঘরে থাকলেও এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৯ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ১৮২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৫৮ এবং অপরিবর্তিত আছে ৫২০ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইতে ৪০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

সূচকের উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ১০৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪ কোম্পানির, কমেছে ৩৪ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির শেয়ারের দাম।

প্রথম ঘণ্টায় সিএসইতে ২ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন