শিরোনাম
বাসস
প্রকাশ: ১৬:০০, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:০৩, ২৫ ডিসেম্বর ২০২৫
‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রংয়ের সাধারণ বাসে করে গণসংবর্ধনাস্থলে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : তারেক রহমানের ফেসবুক
‘প্রিয় বাংলাদেশ’ বলে সম্বোধন করলেন জনপ্রিয় নেতা তারেক রহমান।
নিজের জন্য কেনা বুলেটপ্রুফ অত্যাধুনিক গাড়ি রেখে লাল-সবুজ রংয়ের সাধারণ বাসে করেই গণসংবর্ধনাস্থলে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাসটির সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।
এসময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখে পুরো এলাকা।
তাকে বহন করা বাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে সমাবেশস্থলে গেলেন। কয়েক লাখ মানুষ সমবেত হয়েছেন ৩০০-ফিট এলাকায়, যেখানে তারেক রহমান বক্তব্য দিচ্ছেন।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বের হয়ে দেশের মাটি স্পর্শ করেন এবং শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে দাঁড়ান।