শিরোনাম
বিবিসি নিউজ বাংলা
প্রকাশ: ১৬:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবি: বিবিসি বাংলার সৌজন্যে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের যে কোনো মানুষ নিরাপদ থাকুক এটাই তার চাওয়া।
সব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে এসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আমাদের বিজ বাংলা প্মারতিবেদক যোগ করেছেন: মার্কিন সিভিল রাইটস-এর যুগান্তকারী নেতা মার্টিন লুথার কিং-এর বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ এ ড্রিম’ এর উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান...আই হ্যাভ অ্যা প্ল্যান ফর বাংলাদেশ।’ সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি মা খালেদা জিয়া---যিনি বিএনপি’র চেয়ারপার্সন---তাঁর সাথে দেখা করতে এভার কেয়ার হানপাতালে রওয়ানা দিয়েছেন।