শিরোনাম
বাসস
প্রকাশ: ২০:২৪, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:২৬, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবি: বাসস, ফাইল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় বিপুল জনসমাগমের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোক সমবেত হলে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।
বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীতে সৃষ্ট যানজট ও ভোগান্তির বিষয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত।’
এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি দেশবাসী ও নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে দলটি।