ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

৭ কার্তিক ১৪৩২, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিরিজ শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪:৫৬, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:০৮, ১৮ অক্টোবর ২০২৫

সিরিজ শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতীকি ছবি। ইউএনবি।

শনিবার ঢাকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক, এবং তারা প্রথমে বাংলাদেশকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এই সিরিজের ঠিক আগে বাংলাদেশ আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছিল। তবে আফগানদের কাছে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারের আগে, বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি সিরিজে পরাজিত করেছিল, রিপোর্ট ইউএনবি’র। 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ তাদের আগের ভুলগুলো শুধরে নিয়ে ওয়ানডে দল হিসেবে শক্তিশালী অবস্থানে ফিরতে চাইছে।

খেলোয়াড়ের তালিকা, বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
খেলোয়াড়ের তালিকা, ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, খ্যারি পিয়ের, জেডেন সিলস।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন