ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিসিবি কী বলছে?

জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার মঞ্জুরুলের

বিবিসি বাংলার সৌজন্যে

প্রকাশ: ২২:৩০, ৭ নভেম্বর ২০২৫

জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ, অস্বীকার মঞ্জুরুলের

ছবি: সংগৃহীত।

 

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম এক গুরুতর অভিযোগ এনেছেন, যেটিকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম 'জঘন্যতম ঘটনা' বলছেন কেউ কেউ।

২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালে দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন জাহানারা আলম।

সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, সে সময় দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলামসহ একাধিক কর্মকর্তা তার ও তার সতীর্থদের সাথে 'অশোভন আচরণ' করেছেন।

জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন।

বর্তমানে চীনে অবস্থান করা ৪৬ বছর বয়সী মানজুরুল ইসলাম অভিযোগগুলো সম্পূর্ণ 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছেন।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, "সবই মিথ্যা। দলের অন্যান্য মেয়েদেরও জিজ্ঞেস করতে পারেন।"

বাংলাদেশের হয়ে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১২টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলা সাবেক বামহাতি পেসার মঞ্জুরুল ইসলাম অবসরের পর বিভিন্ন কোচিং ও ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, বাংলাদেশের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক সাদা বলের ম্যাচ খেলেছেন জাহানারা আলম। ওয়ানডেতে ৪৮ টি ও টি-টোয়েন্টিতে ৬০টি উইকেট নিয়েছেন মিজ আলম।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন