পত্রিকা: ’জামায়াতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি’
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের সিদ্ধান্তকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় সংকটে পড়েছে। এই সমঝোতার বিরোধিতা করে দলের কেন্দ্রীয় ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন, যার জেরে দলে অস্থিরতা তৈরি হয়েছে। দলীয় সূত্র বলছে, শিগগিরই আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করতে পারেন, এতে এনসিপিতে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।