ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’রাতের ভোটে লেনদেন ১০ হাজার কোটি’
Scroll
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
Scroll
২৫টি রাজনৈতিক দলের প্রার্থী আছে চট্টগ্রামে
Scroll
যুক্তরাষ্ট্রের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা
Scroll
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
Scroll
জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত: জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত
Scroll
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোট নেতাদের সাক্ষাৎ
Scroll
রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
Scroll
সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
Scroll
বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক
Scroll
মনোনয়ন গ্রহণ, বাতিল: ইসিতে পঞ্চম দিনে আরো ৭৩ আপিল মঞ্জুর
Scroll
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
Scroll
দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনা প্রধান
Scroll
শুল্ক বাধা সত্ত্বেও চীনের রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত
Scroll
স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড, রুপার দাম ৯০ ডলারে পৌঁছেছে
Scroll
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০
Scroll
নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা
Scroll
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স বিধিমালা জারি করেছে এনবিআর
Scroll
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

গবেষণা বলছে

তামাকের কারণে জনস্বাস্থ্য, পরিবেশের বার্ষিক ক্ষতি ৮৭,৫০০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮:৫২, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৪, ১০ ডিসেম্বর ২০২৫

তামাকের কারণে জনস্বাস্থ্য, পরিবেশের বার্ষিক ক্ষতি ৮৭,৫০০ কোটি টাকা

প্রতীকি ছবি: সংগৃহীত।

 

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, তামাক খাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায়, দেশে তামাকজনিত আর্থিক ক্ষতির পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। 

২০২৪ সালে জনস্বাস্থ্য ও পরিবেশে তামাকজনিত এই ক্ষতির পরিমাণ ছিল প্রায় সাড়ে ৮৭ হাজার কোটি টাকা। অথচ একই বছর তামাক কোম্পানিগুলোর কাছ থেকে সরকার রাজস্ব পেয়েছে মাত্র ৪১ হাজার কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত গবেষণা ফলাফলে এসব তথ্য তুলে ধরা হয়, খবর বাসসের। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ‘ইকোনমিকস ফর হেলথ’ যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে।

অনুষ্ঠানে গবেষক দলের সদস্য আশরাফুল কিবরিয়া ‘তামাকের খরচ ও প্রভাব’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরন।

গবেষণার তথ্য অনুযায়ী, তামাকের কারণে স্বাস্থ্যখাতে ব্যয়ের পরিমাণ প্রায় ৭৩ হাজার কোটি টাকা। আর পরিবেশগত ক্ষতি হয় ১৪ হাজার ৫০০ কোটি টাকার।

এই গবেষণায় প্রথমবারের মত তামাকের পরিবেশগত প্রভাব বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে; যার মধ্যে বন উজাড়, ভূমি অবক্ষয়, বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা ও দূষণ অন্যতম। এধরনের ক্ষতির আর্থিক মূল্য ধরা হয়েছে ১,৪২৫ কোটি টাকা, যা মোট ক্ষতির ১৬ শতাংশ। 

গবেষকরা স্বাস্থ্যসংক্রান্ত আর্থিক ক্ষতির পরিমাণও হিসাব করেছেন। তারা ‘কস্ট অব ইলনেস’ পদ্ধতি ব্যবহার করে ৮টি প্রধান তামাকজনিত রোগ থেকে হওয়া ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন। যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৩ কোটি টাকায়।

সরকারি তথ্য-উপাত্ত ব্যবহার করে তামাকজনিত অগ্নিকাণ্ডের ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। আর অন্যান্য পরিবেশগত ক্ষতি নির্ধারণ করা হয়েছে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে।

অনুষ্ঠানে পিপিআরসির আরেকটি গবেষণার তথ্য তুলে ধরেন সংস্থাটির জ্যেষ্ঠ গবেষণা সহযোগী মোহাম্মদ ইহতেশাম হাসান। গত মাসে ৪টি বিভাগের ১২১টি স্কুলের আশপাশের ৬৬৬টি দোকানে জরিপ চালিয়ে এই গবেষণা করা হয়।

এতে দেখা যায়, দোকানগুলোর ৮৪ শতাংশে সুগন্ধযুক্ত বা ফ্লেভারযুক্ত সিগারেট এবং ৯৯ শতাংশ দোকানে এক শলাকা বা খুচরা সিগারেট বিক্রি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে অবস্থিত ৭০ শতাংশ দোকানে তামাকের বিজ্ঞাপন প্রদর্শিত হয় এবং ২০ শতাংশ দোকান প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকে।

তরুণদের মধ্যে তামাক পণ্যের আকর্ষণ ও সহজলভ্যতা কমাতে বিক্রয়কেন্দ্রে বিজ্ঞাপন প্রচার, ফ্লেভারযুক্ত সিগারেট এবং খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ করার সুপারিশ করা হয় গবেষণা প্রতিবেদনটিতে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন