শিরোনাম
বিবিসি নিউজ বাংলা
প্রকাশ: ০৮:৪৪, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৮:৪৭, ২৬ নভেম্বর ২০২৫
কড়াইল বসতির আগুন নেভানোর পর এক শিশু এক বোতল জুস নিয়ে নিরাপদ কোনো স্থানে যাচ্ছে। ছবি: ইউনিসেফ।
ঢাকার কড়াইল বস্তিতে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১০টা নাগাদ পাঁচ ঘণ্টা চেষ্টার পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানকার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট । হতাহত বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদ।
প্লট বরাদ্দে অনিয়মের মামলার ব্রিটিশ এমপি টিউলিপ, হাসিনা ও রেহানার বিরুদ্ধে রায় হবে পহেলা ডিসেম্বর।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে 'নাশকতার প্রমাণ পাওয়া যায়নি' বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
ডিসেম্বর মাসের প্রথমার্ধে যেকোনো দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার ফলে ভোট দিয়ে গিয়ে ভোটাররা যেন বিভ্রান্ত না হন, সেজন্য আলাদা রঙের ব্যালট পেপার রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সংসদ ভোটের ব্যালট হবে সাদাকালো এবং গণভোটের ব্যালট থাকবে রঙিন।
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সময় সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল' (আইসিসি)। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে, জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমেও নিবন্ধনের সুযোগ রাখার আহ্বান জানিয়েছে দলটি।
দুর্নীতির তদন্তকাজে বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করার চেষ্টা করলে তার নাম প্রকাশ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
সাতচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান ছুঁড়েছে পুলিশ।
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে কেউ যদি ভিসা জালিয়াতি বা অন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করেন, তাহলে শাস্তি হিসেবে তার ওপর ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাজ্য সরকার।
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের রায় ঘোষণা করা হবে আগামী চৌঠা ডিসেম্বর।
ঢাকায় মেট্রোরেলের লাইনের ওপর পরিত্যাক্ত ব্যাগ পড়ে থাকার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৯শে নভেম্বর 'মক ভোটিং' বা পরীক্ষামূলক ভোটের আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরার নিহত সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।