ঢাকা, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

১৬ অগ্রাহায়ণ ১৪৩২, ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম

Scroll
বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ: তদন্ত কমিশন
Scroll
সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার
Scroll
শ্রীলঙ্কায় বন্যায় নিহত কমপক্ষে ১৯৩ জন, নিখোঁজ আরও অনেকে
Scroll
তারেক রহমানের দেশে ফেরায় নিষেধাজ্ঞা নেই : তৌহিদ হোসেন
Scroll
বাংলাদেশের স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় ঝুঁকি উচ্চ রক্তচাপ
Scroll
অধিকাংশ এয়ারবাস এ৩২০ বিমানের জরুরি সফটওয়্যার ত্রুটি সমাধান হয়েছে
Scroll
রাশিয়ার বৃহত্তম তেল টার্মিনালের একটি ড্রোন হামলার পর বন্ধ
Scroll
তারেক রহমানের বাংলাদেশে ফিরতে বাধা কোথায়?
Scroll
মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন
Scroll
থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা ৩৭০ ছাড়িয়েছে
Scroll
​​​​​​​বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো নেই
Scroll
সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ : শিক্ষা উপদেষ্টা
Scroll
তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব
Scroll
আর্থিক খাত দৃশ্যমান অগ্রগতি অর্জন করছে, দাবি গভর্নরের
Scroll
সেন্টমার্টিনে রাত্রি যাপনের সুযোগ দুই মাস, মানতে হবে ১২ নির্দেশনা
Scroll
উপদেষ্টা পরিষদ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
Scroll
হাসিনার প্লট দুর্নীতি: অন্য একাধিক প্লটধারীকে খুঁজতে বলল আদালত
Scroll
দক্ষিণপূর্ব এশিয়ায় বন্যায় মৃত বেড়ে ৩২১, উদ্ধার তৎপরতা জোরদার
Scroll
হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পরীক্ষা করে দেখছে ভারত: জয়সওয়াল
Scroll
এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

কর্ণফুলির প্রিপেইড মিটার

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ, সাশ্রয় ২৪ কোটি টাকা

দৈনিক আজাদীর সৌজন্যে

প্রকাশ: ০৮:৫৯, ২৬ নভেম্বর ২০২৫

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ, সাশ্রয় ২৪ কোটি টাকা

প্রতীকি ছবি: সংগৃহীত।

সরকারের নানা প্রকল্পে সব সময় ব্যয় বাড়লেও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে ২৪ কোটি টাকা সাশ্রয় হয়েছে। একইসাথে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ওই প্রকল্পের আওতায় নগরীতে এক লাখ প্রিপেইড মিটার স্থাপিত হয়েছে।

এই অভাবনীয় ঘটনার পর কেজিডিসিএলের এক লাখ প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প নিজস্ব অর্থায়ন ৫০ হাজার মিটার স্থাপনের আরেকটি প্রকল্প হাতে নিচ্ছে। 

তবে, শহরের আবাসিক খাতের বিপুল পরিমাণ গ্রাহক এখনো প্রিপেইড মিটারের আওতার বাইরে থাকায় গ্যাসের অপচয় সহনীয় মাত্রায় আনা সম্ভব হচ্ছে না। একটি চুলার সংযোগ নিয়ে আট–দশ পরিবারের রান্না চলছে। নগরীর ৬ লাখ আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা গেলে গ্যাসের অপচয় ও চুরি বহুলাংশে কমে আসত উল্লেখ করে সূত্র বলেছে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজস্ব অর্থায়নে নগরীতে আরো ৫০ হাজার প্রিপেইড মিটার স্থাপনের একটি প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে।

সূত্র জানিয়েছে, আবাসিক খাতে গ্যাসের চুরি, অবৈধ এবং চোরা সংযোগ বন্ধ এবং সর্বোপরি অপচয় ঠেকাতে সরকার প্রিপেইড মিটার সিস্টেম চালু করার উদ্যোগ নেয় বছর কয়েক আগে। নানা প্রক্রিয়া শেষে নগরীতে ৬০ হাজার প্রিপেইড মিটার স্থাপনের কাজ সম্পন্ন হয়। কর্ণফুলী গ্যাসের প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহকের মাঝে প্রথম দফায় ৬০ হাজার আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার পর কর্তৃপক্ষ গ্যাসের অপচয় ও চুরি অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়। জাপান সরকারের সাথে সম্পাদিত চুক্তির আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো–অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ৬০ হাজার মিটার স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করা হয়। জাপান থেকে আনা প্রিপেইড মিটার স্থাপনের পর সংশ্লিষ্ট গ্রাহকেরা স্বস্তি পান। কেজিডিসিএলও আর্থিকভাবে লাভবান হয়। গ্যাস বিক্রির আগে ব্যাংকে টাকা চলে আসছে। বকেয়া বিলের জন্য অভিযান চালাতে হচ্ছে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন করতে হচ্ছে না। বিষয়টিকে ইতিবাচক হিসেবে নেয়া হয়। একইসাথে গ্যাস খাতে কোটি কোটি টাকা সাশ্রয় হতে শুরু করে। চুলা না জ্বালালে বিল আসছে না। আবার নিজেরা ইচ্ছে করলে বিল সাশ্রয় করতে পারছে। পোস্টপেইড চুলা থেকে প্রিপেইড মিটারে খরচ কমে যাওয়ায় নগরীর হাজার হাজার গ্রাহক প্রিপেইড মিটারের জন্য আগ্রহ প্রকাশ করে। প্রকল্প গ্রহণের আগেই অন্তত ৯২ হাজার গ্রাহক প্রিপেইড মিটারের জন্য আবেদন করেন।

গ্রাহকদের আগ্রহে কেজিডিসিএল নতুন করে ১ লাখ প্রিপেইড মিটার স্থাপনের জন্য ২৪১ কোটির বেশি টাকার নতুন একটি প্রকল্প হাতে নেয়। আন্তর্জাতিক দরপত্র আহ্বানসহ নানা প্রক্রিয়া শেষে জাপানের টয়োকিকি কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ দেয়া হয়। প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। কিন্তু ইতোমধ্যে উক্ত প্রকল্পের ১ লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ সম্পন্ন হয়ে গেছে। ইতিবাচক দিক হচ্ছে, ২৪১ কোটি টাকার বেশি ব্যয়ের এই প্রকল্পটি ২১৭ কোটি টাকায় সম্পন্ন হয়েছে। সাশ্রয় হয়েছে ২৪ কোটি টাকা। সরকারি নানা প্রকল্পে যেখানে প্রায় প্রকল্প ব্যয় বাড়ছে, সেখানে একটি প্রকল্প থেকে ২৪ কোটি টাকা সাশ্রয় প্রশংসা কুড়ায়।

এ প্রকল্পের মাধ্যমে নগরীর বিভিন্ন বস্তি এবং কলোনিগুলোকে অগ্রাধিকার দিয়ে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। যেখানে একটি চুলার সংযোগ নিয়ে ১০/১৫টি পরিবার রান্না করত, সারাদিন চুলা জ্বলত। তবে এসব সংযোগের বিপরীতে কেজিডিসিএল একটি চুলার বিলই পেত। রেলওয়ের একটি কলোনির উদাহরণ দিয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, রেলওয়ে কলোনিতে একটি চুলার অনুমোদন নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত রান্না করত ১০–১৫ পরিবার। অনেকে এক চুলা থেকে কয়েকটি চুলায় সংযোগ দিত। কিন্তু প্রিপেইড মিটার স্থাপনের পর এসব চুরি ও অপচয় পুরোপুরি ঠেকানো সম্ভব হয়েছে। রেলওয়ের কলোনিতে ৪ হাজার ২শ প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।

কেজিডিসিএলের শীর্ষ একজন কর্মকর্তা গতকাল আজাদীকে জানান, আমরা কয়েকটি কলোনিতে ভয়াবহ রকমের অপচয় এবং গ্যাস চুরির হদিশ পেয়েছি। এসব কলোনিতে প্রিপেইড মিটার দেয়া হয়েছে। তবে নগরীতে এখনো বহু কলোনি এবং বস্তি রয়ে গেছে, যেখানে একটি সংযোগ নিয়ে ৮–১০ পরিবারের রান্না চলে। এগুলোকে পুরোপুরি প্রিপেইড মিটারের আওতায় আনা গেলে গ্যাস চুরি ও অপচয় শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব হতো।

তিনি বলেন, নগরীতে গ্রাহক রয়েছে ৬ লাখের মতো। আমরা ১ লাখ ৬২ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে পেরেছি। বাকি গ্রাহকদের যত দ্রুত সম্ভব প্রিপেইডের আওতায় আনা গেলে দেশের গ্যাস সেক্টর লাভবান হতো।

অপর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রিপেইড মিটারের ব্যাপক সাফল্য এবং ইতিবাচক পরিবর্তনের পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নতুন করে ৫০ হাজার প্রিপেইড মিটার স্থাপনের তৃতীয় প্রকল্প হাতে নিয়েছে। এতে প্রায় ১১০ কোটি টাকা খরচ হবে। সংস্থা নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামে আবাসিক খাতে ১৫ শতাংশের বেশি গ্যাস লাগে। এতে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের প্রয়োজন হয়। এর একটি উল্লেখযোগ্য অংশ চুরি ও অপচয় হচ্ছে। একমাত্র প্রিপেইড মিটার এই চুরি ও অপচয় ঠেকাতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন