ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ডাকসু নির্বাচন

ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন

বণিক বার্তার সৌজন্যে

প্রকাশ: ১০:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন

ডাকসু ভবন। ছবি: উইকিপেডিয়া।


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এস এম ফরহাদ। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের মুহা. মহিউদ্দীন খান।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ৫৪৯ ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৮৫ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন ১১ ভোট।

জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ। তার ভোট ১০ হাজার ৭৯৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট। আরাফাত চৌধুরীর ভোট ৪ হাজার ৪৪। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ২ হাজার ১৩১ ভোট।

এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন