ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

৬ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে

আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:০৩, ৯ নভেম্বর ২০২৫

আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতীকি ছবি। বাসস।

 

প্রতি কেজি সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর আমন মৌসুমের ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আগামী ২০ নভেম্বর থেকে সারা দেশে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু হয়ে এ অভিযান ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে, রিপোর্ট বাসসের। 

এ বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন ধান ও ৬ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভাপতি ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ এফপিএমসি’র সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খাদ্য উপদেষ্টা বলেন, আমন মৌসুমের ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের থেকে কম। কারণ এসময় বৃষ্টি থাকে, ফলে সেচের খরচ কম হয়,কখনো কখনো সেচ খরচ লাগেই না। তারপরও কৃষকদের বিষয়টি বিবেচনা করে গত বছরের তুলনায় এ বছর আমন মৌসুমে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন