ইউরোপে শ্রম অধিকার: বড়দিনে কারা কাজ করছেন?
বেতনসহ ছুটি থেকে শুরু করে ক্রিসমাস বোনাসের পরিমাণ—ছুটির দিনগুলোতে ইউরোপের সব দেশের কর্মীরা সমান সুযোগ পান না। উত্তর মেরুর এলভস বা স্লেজগাড়ি চালানো কুরিয়ারদের কথা রূপকথায় থাকলেও, বাস্তবে বছরের এই শেষ দিনগুলোতে অনেক মানুষ হাড়ভাঙা খাটুনি দিয়ে সব সচল রাখেন।