শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:১৮, ১৯ ডিসেম্বর ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আগমনকে যেন স্বাগত জানাচ্ছে স্ট্যাচু অব লিবার্টি। প্রতীকি ছবি: সংগৃহীত।
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি প্রোগ্রাম বন্ধ করে দিয়েছেন। প্রশাসনের দাবি, ব্রাউন ইউনিভার্সিটিতে গুলি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)-র একজন অধ্যাপককে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এই প্রোগ্রামটি ব্যবহার করেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X'-এ এক পোস্টে জানান যে, তিনি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (USCIS) লটারি প্রোগ্রামটি (যা অফিশিয়ালি ডাইভারসিটি ইমিগ্রেন্ট ভিসা প্রোগ্রাম নামে পরিচিত) স্থগিত করার নির্দেশ দিয়েছেন, খবর সিঙ্গাপুর স্ট্রেইট টাইমসের।
অভিযুক্তের পরিচয়: মার্কিন কর্তৃপক্ষ হামলাকারীকে ৪৮ বছর বয়সী পর্তুগিজ নাগরিক ক্লদিও ম্যানুয়েল নেভেস ভালেন্তে হিসেবে শনাক্ত করেছে। তিনি ব্রাউন ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র ছিলেন।
সেক্রেটারি নোয়েম জানান, ভালেন্তে ২০১৭ সালে লটারি প্রোগ্রামের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছিলেন। গত ১৮ ডিসেম্বর সন্দেহভাজন এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
"এই জঘন্য ব্যক্তিকে কখনোই আমাদের দেশে আসার অনুমতি দেওয়া উচিত ছিল না," উল্লেখ করে নোয়েম তাঁর পোস্টে বলেন, এই স্থগিতাদেশ নিশ্চিত করবে যে "এই বিপর্যয়কর প্রোগ্রামের মাধ্যমে আর কোনো আমেরিকান যেন ক্ষতিগ্রস্ত না হয়।"
এই লটারি প্রোগ্রামটি বছরে প্রায় ৫০,০০০ ভিসা প্রদান করে থাকে। এটি স্থগিত করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন সীমিত করার সর্বশেষ পদক্ষেপ। এর আগেও ট্রাম্প প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যেমন, এর আগে একজন আফগান নাগরিক কর্তৃক ওয়াশিংটনে দুইজন ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করার ঘটনার পর, উন্নয়নশীল দেশগুলো থেকে অভিবাসন কমিয়ে দিয়েছিল প্রশাসন।
H-1B ভিসা ফি: টেক সেক্টরে বহুল ব্যবহৃত H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে ১,০০,০০০ মার্কিন ডলার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করতে প্রশাসন দেশজুড়ে ২৪টির মতো বড় গুদামঘরকে "মেগা সেন্টার" বা ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে।