শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:১১, ২২ ডিসেম্বর ২০২৫
প্রতীকি ছবি: সংগৃহীত।
সৌদি আরবে একটি নতুন থিম পার্ক নির্মাণের প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে ইউনিভার্সাল স্টুডিওস।
ইউনিভার্সাল স্টুডিওসের মূল কোম্পানি কমকাস্ট এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। এটি বর্তমানে প্রাথমিক ধারণা বা কনসেপ্ট পর্যায়ে রয়েছে এবং এখনও নির্মাণ কাজের জন্য চূড়ান্ত অনুমোদন পায়নি, খবর সউদি গ্যাজেটের।
প্রস্তাবিত এই পার্কটি রিয়াদের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিশাল বিনোদন, ক্রীড়া ও পর্যটন কেন্দ্র 'কিদ্দিয়া'র অংশ হওয়ার কথা রয়েছে। পার্কটি নির্মাণের কোনো আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা করা না হলেও, ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে।
কমকাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান রবার্টস সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করেন এবং কিদ্দিয়া প্রকল্প এলাকাটি পরিদর্শন করেন। তিনি জানান যে, কিদ্দিয়া এই পার্কটির জন্য সম্ভাব্য স্থান হতে পারে। তবে প্রকল্পটি যেহেতু এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তাই সেখানে ঠিক কোন রাইড বা আকর্ষণগুলো থাকবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি আরবে ইউনিভার্সাল স্টুডিওসের এই আসার সম্ভাবনা দেশটির ক্রমবর্ধমান বিনোদন খাতের গুরুত্বকেই তুলে ধরে। সৌদি আরবের 'ভিশন ২০৩০' পরিকল্পনার আওতায় তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে পর্যটন ও সাংস্কৃতিক অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে।
দেশটিতে বর্তমানে বেশ কিছু বড় বিনোদন প্রকল্প চালু রয়েছে, যার মধ্যে 'সিক্স ফ্ল্যাগস কিদ্দিয়া সিটি' অন্যতম। সৌদি আরবের প্রথম এই থিম পার্কটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রিয়াদে চালু হওয়ার কথা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে পর্যটন খাতে ব্যাপক জোয়ার এসেছে। ২০২৪ সালে সেখানে ১০ কোটি পর্যটকের সমাগম হয়েছে, যার মধ্যে ৩ কোটি ছিলেন বিদেশি পর্যটক। ২০২৫ সালের প্রথম ছয় মাসেই প্রায় ৬ কোটি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যা পর্যটন খাতের এই ধারাবাহিক উন্নতিরই ইঙ্গিত দেয়।