শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:১২, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৭, ২৩ ডিসেম্বর ২০২৫
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ । ছবি: সংগৃহীত।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার প্রথমে এক বিবৃতিতে বলেছিলেন যে, ইসরায়েল কখনোই গাজা উপত্যকা ছেড়ে যাবে না। তবে পরবর্তীতে তিনি তার এই বক্তব্য সংশোধন করে বলেন, ‘সরকারের গাজা উপত্যকায় নতুন বসতি স্থাপনের কোনো পরিকল্পনা নেই।’
অধিকৃত পশ্চিম তীরের 'বেইত এল' (Beit El) নামক এক জনপদে দাঁড়িয়ে কাৎজে বলেছিলেন, ২০ বছর আগে গাজা থেকে যে বসতিগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, সঠিক সময়ে সেগুলো আবার নতুন করে গড়ে তোলা হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, "আমরা গাজার অনেক ভেতরে আছি এবং আমরা কখনোই সেখান থেকে যাব না," খবর সুইডেন হেরাল্ডের।
কাৎজ দাবি করেছিলেন, অতীতে যা ঘটেছে (৭ অক্টোবরের মতো হামলা) তা রুখতে এবং নিরাপত্তার স্বার্থেই সেখানে থাকা প্রয়োজন।
তার এই বক্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি অবস্থানের সাথে সাংঘর্ষিক। নেতানিয়াহু বেশ কয়েকবার বলেছেন যে, গাজায় পুনরায় বসতি স্থাপনের ইচ্ছা ইসরায়েলের নেই। এছাড়া বর্তমান যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর সাথেও এটি সাংঘর্ষিক।
বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর কাৎজ একটি লিখিত বিবৃতিতে জানান যে, গাজায় নতুন বসতি স্থাপনের কোনো অভিপ্রায় ইসরায়েলের নেই। তিনি মূলত "কেবল নিরাপত্তার প্রেক্ষাপটে" এই কথাগুলো বলেছিলেন।
রাজনৈতিক গুরুত্ব:
ইসরায়েল সরকারের অতি-ডানপন্থী মন্ত্রীরা, যেমন—জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির, গত দুই বছর ধরে গাজায় আবার ইহুদি বসতি গড়ে তোলার জন্য জোরালো দাবি জানিয়ে আসছেন। কাৎজের প্রাথমিক বক্তব্য এই উগ্রবাদী গোষ্ঠীর ইচ্ছার প্রতিফলন ঘটালেও আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ নীতিগত কারণে তাকে পরবর্তীতে অবস্থান পরিবর্তন করতে হয়েছে।