শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:০৭, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৮, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতীকি ছবি: সংগৃহীত।
জঙ্গী গোষ্ঠী আইএসআইএস-এর উত্থানের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এক ‘শক্তিশালী ও প্রাণঘাতী’ হামলা চালানো হয়েছে নাইজেরিয়ায়। উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সক্রিয় ইসলামিক স্টেট (ISIS) জঙ্গিদের নির্মূল করাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সুরক্ষা: ট্রাম্পের দাবি অনুযায়ী, ওই অঞ্চলে উগ্রবাদীরা মূলত নিরপরাধ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। তিনি একে "গণহত্যা" এবং খ্রিস্টধর্মের জন্য একটি "অস্তিত্ব রক্ষা করার মতো হুমকি" হিসেবে বর্ণনা করেছেন, খবর ডিডাব্লিউ-এর।
নাইজেরিয়া সরকারের অনুরোধ: মার্কিন আফ্রিকা কমান্ড (AFRICOM) জানিয়েছে, নাইজেরিয়া সরকারের সুনির্দিষ্ট অনুরোধের ভিত্তিতেই উত্তর-পশ্চিম সোকোটো (Sokoto) রাজ্যে এই হামলা চালানো হয়েছে।
উত্তর নাইজেরিয়ায় বর্তমানে বেশ কয়েকটি সক্রিয় জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা দীর্ঘ সময় ধরে সহিংসতা চালিয়ে যাচ্ছে।
বোকো হারাম (Boko Haram): এটি নাইজেরিয়ার সবচেয়ে পরিচিত উগ্রবাদী গোষ্ঠী। বর্তমানে তারা উত্তর-পশ্চিমের সোকোটো (Sokoto) রাজ্যে তাদের হামলা জোরালো করেছে। তাদের মূল লক্ষ্য একটি কট্টর ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
আইএসডব্লিউএপি (ISWAP - Islamic State in West Africa Province): এটি বোকো হারাম থেকে বেরিয়ে আসা একটি শক্তিশালী উপদল। তারা মূলত উত্তর-পূর্বের বর্নো (Borno) রাজ্যে সক্রিয় এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস (ISIS)-এর প্রতি অনুগত। তারা কেবল সরকারি বাহিনী নয়, বরং বোকো হারামের সাথেও ভ্রাতৃঘাতী যুদ্ধে লিপ্ত।
উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় অনেকগুলো সশস্ত্র দস্যু গোষ্ঠী সক্রিয়। যদিও তারা সবসময় ধর্মীয় উদ্দেশ্যে কাজ করে না, তবে গত কয়েক বছরে তাদের হাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধেই এই দস্যু ও বিদ্রোহীদের হাতে ২,২৬৬ জন মানুষ নিহত হয়েছে।
আনসারু (Ansaru): এটি আল-কায়েদার সাথে সম্পৃক্ত বোকো হারামের আরেকটি বিচ্ছিন্ন অংশ, যারা নির্দিষ্ট কিছু অঞ্চলে তাদের কার্যক্রম পরিচালনা করে।
সাম্প্রতিক পরিস্থিতি ও মার্কিন পদক্ষেপ
মার্কিন যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। খ্রিস্টানদের ওপর সহিংসতায় জড়িত নাইজেরিয়ান নাগরিকদের জন্য ভিসা সীমাবদ্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে নাইজেরিয়াকে "বিশেষ উদ্বেগের দেশ" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় সোকোটো রাজ্যে আইএসআইএস-এর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে যাতে উগ্রবাদী সন্ত্রাসবাদ আর বাড়তে না পারে।