শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:০৫, ৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:০৬, ৩ জানুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত।
শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সময় দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম বছরের প্রথম সংবাদ সম্মেলন করছিলেন, যা সাইরেনের শব্দে সাময়িকভাবে বিঘ্নিত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫।
উৎপত্তিস্থল: ন্যাশনাল সিসমোলজিক্যাল এজেন্সির মতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গেরেরোর (Guerrero) সান মার্কোস শহরের কাছে, যা পর্যটন শহর আকাপুলকোর খুব কাছে অবস্থিত।
গভীরতা: ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
ক্ষয়ক্ষতি ও প্রভাব
ভূমিধস: গেরেরো প্রদেশের সিভিল ডিফেন্স এজেন্সি আকাপুলকো এবং এর আশেপাশের মহাসড়কগুলোতে বেশ কিছু ভূমিধসের খবর দিয়েছে।
জনসাধারণের প্রতিক্রিয়া: মেক্সিকো সিটি এবং আকাপুলকোর বাসিন্দা ও পর্যটকরা কম্পন শুরু হওয়ার সাথে সাথেই ঘরবাড়ি ও হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
যোগাযোগ বিচ্ছিন্ন: আকাপুলকোর দক্ষিণ-পূর্ব উপকূলীয় কিছু এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
প্রেসিডেন্ট শিনবাউম কিছুক্ষণ পরেই তার সংবাদ সম্মেলন পুনরায় শুরু করেন। তিনি জানান যে, গেরেরোর গভর্নর ইভলিন সালগাডোর সাথে তার কথা হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা পরবর্তী কম্পন বা আফটারশক (Aftershock) মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছেন।