শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:২০, ২৩ ডিসেম্বর ২০২৫
প্রতীকি ছবি: সংগৃহীত।
ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনে ভারতে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, শিলিগুড়ি টাইম্স লিখেছে: বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক অত্যাচারের প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা অফিস ঘেরাও করেন, খবর বিবিসি নিউজ বাংলা ও শিলিগুড়ি টাইমসের।
বিক্ষোভটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়। সেখান থেকে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাংলাদেশ ভিসা অফিসের সামনে পৌঁছান।
মিছিল চলাকালীন বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করা, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিসা অফিসের সামনে পৌঁছে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেন। পরবর্তীতে বিক্ষোভকারীদের একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল অফিসের ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং প্রতিবাদ স্বরূপ ভিসা অফিসটি বন্ধ রাখার অনুরোধ জানান।
জেমিনাই যোগ করেছে:
উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শিলিগুড়িসহ নয়াদিল্লি এবং আগরতলার ভিসা কেন্দ্রগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভিসা পরিষেবা: বর্তমানে শুধুমাত্র কলকাতা, মুম্বাই এবং গৌহাটির মাধ্যমে বাংলাদেশের ভিসা কার্যক্রম চালু রয়েছে বলে জানা গেছে। (বিজবাংলা কর্তৃক জেমিনাই প্রদত্ত তথ্য যাচাই করা সম্ভব হয়নি)