ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫
জাহাজের ধাক্কায় সিরামিক কোম্পানির কাঁচামালবাহী এমভি রেক্সগ্লোরি-১ কোষ্টার জাহাজডুবির ঘটনা ঘটেছে, ভোলায়।।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় সিরামিক কোম্পানির কাঁচামালবাহী এমভি রেক্সগ্লোরি-১ কোষ্টার জাহাজডুবির ঘটনা ঘটেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ডুবে যাওয়ার একদিন পার হলেও উদ্ধারকাজ শুরু হয়নি। এ ঘটনায় ভোলা মডেল থানায় দুটি জিডি করা হয়েছে।
ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজে থাকা চালক, মাষ্টারসহ সবকর্মীরা উদ্ধার হয়েছেন, রিপোর্ট ইউএনবি’র।
কোষ্টার জাহাজ এমভি রেক্স গ্লোরি-১’র সুকানি মো. শহিদুল ইসলাম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিরামিক কাঁচামাল বোঝাই করে এমভি রেক্সগ্লোরি-১ চট্টগ্রাম বন্দর থেকে ২৯ আগষ্ট দিনে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরদিন ৩০ আগষ্ট শুক্রবার রাতে ভোলার কাচিয়া ঘাটে নোঙর করে। রবিবার ভোর ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা এম ভি সুলতান বক্কর নামের আরেকটি জাহাজ ধাক্কা দিলে রেক্সগ্লোরির তলা ফেটে যায়। এর পর থেকে ধীরে ধীরে জাহাজটি ডুবতে থাকে।
জাহাজে থাকা ১৩ জন স্টাফ স্থানীয় ট্রলারের সাহায্যে মেঘনা নদীর তীরের তুলাতুলি মাছঘাটে আশ্রয় নেন। ওই জাহাজে মীর সিরামিকসের প্রায় ১৮শ টন কাঁচা মাল রয়েছে।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, জাহাজটির চার ভাগের তিন ভাগ পুরোপুরি ডুবে গেছে। এখন শুধু জাহাজের মাষ্টার ব্রিজ চালকের রুম ও মাস্তুল দেখা যাচ্ছে। জাহাজটি পুরোপুরি ডুবতে মাত্র ৪-৫ হাত বাকি আছে। আজ সন্ধ্যার মধ্যেই জাহাজটি সম্পূর্ণ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাহাজের স্টাফরা জানান, বিষয়টি মালিকপক্ষকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার জাহাজ পাঠিয়ে মালামাল খালাস ও জাহাজকে বিপদমুক্ত করার উদ্যোগ নেবেন।
এ ব্যাপারে ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডুবে যাওয়া জাহাজের স্টাফদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। তবে জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় দুটি জাহাজের পক্ষ থেকে ভোলা মডেল থানায় দুটি পৃথক সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।