ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৫
প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাত (UAE) বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ওয়েবসাইটে যে খবর প্রচারিত হচ্ছে, তা কোনো সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্মকর্তার বক্তব্য নয়, রিপোর্ট খালিজ টাইমসের।
কিছু অনলাইন প্ল্যাটফর্মে খবর প্রকাশিত হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত কয়েকটি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বলা হয়েছিল, এসব দেশের নাগরিকরা আর কর্মসংস্থান বা পর্যটক ভিসা পাবে না। তবে, এই বক্তব্য কোনো আমিরাতি কর্মকর্তার বরাত দিয়ে দেওয়া হয়নি।
রাষ্ট্রদূত আহমেদ বাংলাদেশের এনটিভি-কে বলেছেন যে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো নতুন নির্দেশনা জারি করেনি; সুতরাং, এই খবরটি ভিত্তিহীন।
গ্লোবাল মিডিয়া ইনসাইটের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার ৭.৪%। ভারতীয় ও পাকিস্তানি নাগরিকদের পর তারা তৃতীয় বৃহত্তম বিদেশি জনগোষ্ঠী।
দুবাই এবং উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল-জেনারেল মো. রাশেদুজ্জামান-এর মতে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় ১০ লাখ।
এর আগে দুবাইয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সময় খালিজ টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তারা "সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে (বাংলাদেশিদের জন্য) ভিসা সহজ করার বিষয়ে আলোচনা করছেন।" তিনি আরও বলেন, "আমরা চাই বাংলাদেশি নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের সাফল্যের গল্পের অংশ হোক।"