ঢাকা, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

অনিয়ম দূর্নীতির প্রতিবাদ

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬৯ জন কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৬৯ জন কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে

প্রতীকি ছবি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে গণছুটিতে গেছেন তারা।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে এ ছুটি নিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, রিপোর্ট ইউএনবি’র।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নিম্নমানের মালামাল সরবরাহ, জনবল সংকট ও অটো পালস মিটারের মতো গ্রাহক হয়রানির ফাঁদে সমিতিকে জিম্মি করে রাখা হয়েছে।

রবিবার সকাল থেকে মাগুরা পল্লী বিদ্যুৎ ভবনে কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হতে থাকেন। তারা নিজেদের ছুটির দরখাস্ত জেনারেল ম্যানেজার শাহীন আহমেদের কাছে জমা দেন। সেই সঙ্গে নিজেদের দায়িত্বে থাকা মোবাইল ফোন জমা দেন তারা।

সমিতির সদস্যরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন