ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

শিরোনাম

Scroll
পত্রিকা: ’রাতের ভোটে লেনদেন ১০ হাজার কোটি’
Scroll
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
Scroll
২৫টি রাজনৈতিক দলের প্রার্থী আছে চট্টগ্রামে
Scroll
যুক্তরাষ্ট্রের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা
Scroll
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
Scroll
জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত: জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত
Scroll
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোট নেতাদের সাক্ষাৎ
Scroll
রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
Scroll
সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
Scroll
বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক
Scroll
মনোনয়ন গ্রহণ, বাতিল: ইসিতে পঞ্চম দিনে আরো ৭৩ আপিল মঞ্জুর
Scroll
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
Scroll
দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনা প্রধান
Scroll
শুল্ক বাধা সত্ত্বেও চীনের রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত
Scroll
স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড, রুপার দাম ৯০ ডলারে পৌঁছেছে
Scroll
থাইল্যান্ডে ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি, আহত ৩০
Scroll
নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা
Scroll
শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে: প্রধান উপদেষ্টা
Scroll
সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স বিধিমালা জারি করেছে এনবিআর
Scroll
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি এলো

নাজিউর রহমান সোহেল, বাসস

প্রকাশ: ২১:২৬, ৩ জানুয়ারি ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ৪৯০ কোটি টাকার এলএনজি এলো

এলএনজি এসেছে ৪৯০ কোটি টাকার। ছবি: বাসস

দেশের শিল্প-কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও একটি চালান দেশে পৌঁছেছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ সরবরাহকৃত এই কার্গোটি গত ২৮ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত ‘এক্সসিলারেট এনার্জি লিমিটেড’-এর ভাসমান টার্মিনালে এসে পৌঁছায়। এই কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে খরচ করতে হয়েছে ৪৯০ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর উপ-মহাব্যবস্থাপক (এলএনজি) প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন। তিনি জানান, বিদায়ী বছরের ২৮ ডিসেম্বর সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’র সরবরাহকৃত এক কার্গো এলএনজি বাংলাদেশে পৌঁছায়। তিনি আরও জানান, আমাদনিকৃত এলএনজি দিয়ে চলতি মাসের প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানো হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এক সারসংক্ষেপ থেকে জানা যায়, ভ্যাট ও ট্যাক্সসহ এই কার্গো এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা। ২০২৫ সালের জন্য স্পট মার্কেট থেকে আমদানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, এটি তার ৪৯তম কার্গো। 

তবে, নতুন বছরে নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী এলএনজি আমদানি করা হবে বলে জানিয়েছেন রুপান্তরিত প্রকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের অপর উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী কে. এম. জহিরুল ইসলাম। তিনি জানান, এটি ছিল গত বছরের সর্বশেষ আমদানি করা এলএনজির কার্গো। নতুন বছরে নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী এলএনজি আমদানি করা হবে। 

উপ-মহাব্যবস্থাপক বলেন, সরকার দেশের শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করে থাকে। প্রতি মাসে ৮/৯ কার্গো এলএনজি আমদানি করে দেশের প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানো হয়।

দরপত্র ও আর্থিক বিশ্লেষণ- পারচেজ কমিটির কাছে পাঠানো জ্বালানি বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী, এলএনজি আমদানির জন্য গত বছরের ১০ নভেম্বর আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে মাস্টার সেল অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চারটি বৈশ্বিক কোম্পানি দরপত্র প্রস্তাব জমা দেয়। এর মধ্যে সিঙ্গাপুরের ‘বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৬৪ মার্কিন ডলার দর উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে মূল খরচ হয়েছে ৩ কোটি ৯১ লাখ ১০ হাজার ৪০০ মার্কিন ডলার। গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখের মুদ্রা বিনিময় হার (১ ডলার = ১২২ দশমিক ৮০ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৮০ কোটি ২৭ লাখ টাকা। এর সাথে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) যুক্ত হয়ে চূড়ান্ত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৯০ কোটি টাকা।

সাশ্রয় ও বাজার পরিস্থিতি- জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমান বাজারে এলএনজির আন্তর্জাতিক সূচক জেকেএম দরের তুলনায় এই দাম বেশ সামঞ্জস্যপূর্ণ। ইতিপূর্বে কেনা ৪৬, ৪৭ ও ৪৮তম কার্গোর তুলনায় এই চালানে প্রতি এমএমবিটিইউতে যথাক্রমে শূন্য দশমিক ২১, শূন্য দশমিক ২৪ এবং শূন্য দশমিক ৩৩ মার্কিন ডলার সাশ্রয় হয়েছে।

জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড একটি শক্তিশালী বৈশ্বিক জ্বালানি প্রতিষ্ঠান। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ ১৫ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে এটিই এই প্রতিষ্ঠানের প্রথম এলএনজি সরবরাহ। পেট্রোবাংলা জানিয়েছে, নিজস্ব তহবিল থেকে এই আমদানির ব্যয় মেটানোর সক্ষমতা এই প্রতিষ্ঠানটির রয়েছে।

উল্লেখ্য, কাতার ও ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বর্তমানে বছরে ৫৬ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। তবে অভ্যন্তরীণ গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা ও শিল্পোৎপাদন সচল রাখতে স্পট মার্কেট থেকে বাড়তি এলএনজি আমদানির এই ধারাবাহিকতা বজায় রেখেছে সরকার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন