ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

৬ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

অতিরিক্ত ফ্লাইট ফি ৩ দিনের জন্য মওকুফ: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬:০১, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:০২, ১৯ অক্টোবর ২০২৫

অতিরিক্ত ফ্লাইট ফি ৩ দিনের জন্য মওকুফ: বাণিজ্য উপদেষ্টা

ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর। ছবি: সংগৃহীত।

ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর যাত্রীদের দুর্ভোগ কমাতে আগামী তিন দিনের জন্য নির্ধারিত নয় এমন অতিরিক্ত ফ্লাইটের সমস্ত চার্জ ও ফি মওকুফ করা হবে, রবিবার এ কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, "হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার মোট ২১টি ফ্লাইট হয় ডাইভার্ট করা হয়েছিল অথবা বাতিল করা হয়েছিল।"

তিনি বলেন, বিশেষ করে যারা চাকরি, চিকিৎসা বা পারিবারিক জরুরি অবস্থার জন্য বিদেশে যাচ্ছিলেন, তাদের যাত্রা ব্যাহত হয়েছে এমন যাত্রীদের সহায়তার জন্য শনিবার রাত থেকেই প্রচেষ্টা শুরু হয়, রিপোর্ট ইউএনবি’র।

তিনি আরও বলেন, “গত রাতে রাত ৯টায় ফ্লাইট অপারেশন পুনরায় শুরু হয়েছে এবং তখন থেকে নিরবচ্ছিন্নভাবে চলছে।”

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে শেখ বশির উদ্দিন বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য হোটেল, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছি। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও, তারা যে কষ্টের সম্মুখীন হয়েছেন তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। যেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হয়েছিল সেই এলাকাটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ওজন এবং খাত অনুসারে মোট ক্ষতির হিসাব করছি।”

অগ্নিনির্বাপণে বিলম্ব নিয়ে উদ্বেগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “বিমানবন্দর একটি কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকা হওয়ায় এর নিজস্ব অগ্নি নির্বাপক ইউনিট রয়েছে যা সতর্কতা পাওয়ার সাথে সাথেই সাড়া দিয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো প্রায় ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে ৩৭টি ইউনিট ডাব্লিউএএসএ (ওয়াসা)-এর জল সরবরাহের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।”

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট সব তদন্ত ও গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করবে। “অগ্নিনির্বাপণের সময় পণ্য সরানো সম্ভব হয়নি, তবে তদন্তের সময় প্রতিটি দিক বিবেচনায় নেওয়া হবে,” তিনি বলেন।

উপদেষ্টা আরও জানান যে কার্গো অপারেশন পুনরায় শুরু হয়েছে এবং বাণিজ্যিক কার্যক্রম সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা চলবে। "আমরা ক্ষতিগ্রস্ত পক্ষগুলোর বীমা কভারেজও পর্যালোচনা করছি," তিনি যোগ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন