ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫
পৃথিবী-খ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এনডিটিভি’র সৌজন্যে।
ভারতীয় অনুরাগীদের জন্য সুখবর। আল নাসেরের এসিএল-টু স্কোয়াডে রেজিস্ট্রেশন করা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। অর্থাত্, সিআরসেভেনের ভারতে আসার সম্ভবনা উজ্জ্বল হলো, খবর কলকাতার বর্তমান পত্রিকার। উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর এসিএল-টু’র গ্রুপ পর্বে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আল নাসেরের মুখোমুখি হবে এফসি গোয়া। সেই ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে চোখের দেখা দেখতে আশায় বুক বাঁধছে ভারতীয় অনুরাগীরা। রোনাল্ডো ছাড়াও সাদিও মানে, ফেলিক্স, ওটাভিও, ইনিগো মার্তিনেজ, কিংসলে কোম্যানের মতো তারকা ফুটবলারও আসতে পারেন।
এদিকে, পর্তুগিজ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগা পর্তুগাল রোনাল্ডোকে ‘সর্বকালের সেরা’ পুরস্কারে ভূষিত করল। পোর্তোয় জমকালো অনুষ্ঠানে মহাতারকাকে সম্মানিত করে তারা। তবে রোনাল্ডো উপস্থিত ছিলেন না। ভিডিও বার্তার মাধ্যমে আয়োজকদের ধন্যবাদ জানান পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী ফুটবলার। ৪০ বছর বয়সি রোনাল্ডোর বক্তব্য, ‘দেশের জার্সিতে ট্রফি জিতলে সবচেয়ে বেশি খুশি হই। দুর্দান্ত এই স্বীকৃতির জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাতে চাই আমার সতীর্থ, কোচদের। তাদের সাহায্য ছাড়া এত সাফল্য পেতাম না।’ উল্লেখ্য, আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের রেকর্ড রোনাল্ডোর ঝুলিতে। পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে ১৪১বার জাল কাঁপিয়েছেন তিনি।
উইকিপেডিয়া বলছে: ক্রিস্টিয়ানো রোনালদো দোস সান্তোস আভেইরো লেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য রোনালদো পাঁচটি ব্যালন ডি’অর এবং চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেছেন, যা কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড সংখ্যক জয়।