শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৩৬, ৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৩৯, ৩ জানুয়ারি ২০২৬
প্রতীকি ছবি। সংগৃহীত।
গাম্বিয়ার কর্তৃপক্ষের তথ্যমতে, পশ্চিম আফ্রিকা উপকূলে দুই শতাধিক আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকাটি অভিবাসীদের নিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল এবং ইংরেজি নববর্ষের আগের রাতে (নিউ ইয়ার্স ইভ) এই দুর্ঘটনাটি ঘটে।
গাম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ১০২ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে, খবর সুইডেন হেরাল্ডের।
হতাহতের সংখ্যা: এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নৌকায় থাকা বাকিরা—যাদের সংখ্যা কয়েক ডজন থেকে প্রায় ১০০ জন পর্যন্ত হতে পারে—এখনো নিখোঁজ রয়েছেন।
অভিবাসনের প্রেক্ষাপট
উন্নত জীবনযাপনের আশায় হাজার হাজার আফ্রিকান এখনো ইউরোপে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে নজরদারি জোরদার করায়, বর্তমানে অনেক অভিবাসী আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার পথ বেছে নিচ্ছেন। তাদের প্রধান লক্ষ্য থাকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পথ হিসেবে পরিচিত।