শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:১৩, ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের লাইব্রেরী। ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য বহুল ব্যবহৃত ও আন্তর্জাতিক মানসম্পন্ন ২৯টি ই-রিসোর্স সাবস্ক্রাইব করা হয়েছে।
গত ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের লাইব্রেরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সে সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সাবস্ত্রিপশন করা হয়।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, খবর বাসসের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবহারকারীদের জন্য রিমোট অ্যাক্সেস সুবিধার্থে ই জেড প্রোক্সি সেবা চালু রয়েছে। পাশাপাশি রিচার্স ফোর লাইফ-এর আওতায় এইচআইএনএআরআই, এজিওআরএ, ওএআরই, এআরডিআই আই জিএওএলআই প্ল্যাটফর্ম থেকেও গবেষণা উপকরণ ব্যবহার করা যাবে।
এছাড়াও ক্যাম্ব্রিজ’সহ ১৪টি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ইলেকট্রনিক বই সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকেগণ এসব ই-রিসোর্স তাদের নিয়মিত পাঠদান, গবেষণা ও একাডেমিক কাজে ব্যবহার করতে পারবেন।