শিরোনাম
ডেস্ক রিপার্ট
প্রকাশ: ১০:২২, ১২ জানুয়ারি ২০২৬
ইন্ডিয়া আইডলের সেই প্রশান্ত তামাঙ। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী এবং জনপ্রিয় শিল্পী প্রশান্ত তামাং ৪২ বছর বয়সে নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। গত রবিবার তাকে নয়াদিল্লির দ্বারকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘটানি এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানান যে, তিনি শিল্পীর পরিবার ও নিকটাত্মীয়দের কাছ থেকে এই দুঃখজনক সংবাদটি পেয়েছেন। গায়ক প্রমোদ খারেলও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শোক প্রকাশ করেছেন, খবর কাঠমান্ডু পোস্টের।
খারেল জানান যে, প্রশান্ত তামাং কেবল উত্তর-পূর্ব ভারত নয়, বরং সীমানা নির্বিশেষে সমস্ত নেপালি ভাষাভাষী মানুষের প্রতিনিধিত্ব করতেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অরুণাচল প্রদেশে একটি অনুষ্ঠান শেষ করে রাজধানীতে ফেরার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে তার শরীরে তেমন কোনো গুরুতর অসুস্থতা দেখা দেয়নি। ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্মগ্রহণ করা প্রশান্ত তামাং অত্যন্ত সাধারণ এক প্রেক্ষাপট থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন।
অল্প বয়সে বাবাকে হারানোর পর পরিবারের দায়িত্ব নিতে তিনি কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন এবং পুলিশের অর্কেস্ট্রায় গান গাইতেন। ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর অডিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি ভারতসহ বিদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন।
রাজেশ ঘটানি বলেন, "আজ যে সমস্ত নেপালি গায়করা বড় বড় মঞ্চে গান গাইতে যাচ্ছেন এবং রিয়েলিটি শো-তে অংশ নেওয়ার সাহস পাচ্ছেন, তা প্রশান্তের কারণেই সম্ভব হয়েছে।"
ইন্ডিয়ান আইডল জেতার পর তার এই বিজয় গোর্খা এবং নেপালি ভাষাভাষী সম্প্রদায়ের কাছে অত্যন্ত গর্বের বিষয় হয়ে দাঁড়ায় এবং বহু মানুষ এই আনন্দ উদযাপন করে। প্রতিযোগিতার পর তিনি বেশ কিছু মিউজিক অ্যালবাম প্রকাশ করেন।
সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও পদার্পণ করেছিলেন। তার অভিনীত নেপালি চলচ্চিত্র ‘গোর্খা পল্টন’ দর্শকদের কাছে ব্যাপক সমাদৃত হয়। সাম্প্রতিক সময়ে তিনি ভারতীয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সিজন ২-এ অভিনয় করেন এবং সালমান খানের ‘ব্যাটল অব গালওয়ান’ চলচ্চিত্রেও কাজ করেন। ঘটানি আরও জানান, “সম্প্রতি যখন তার সাথে দেখা হয়েছিল, তিনি বেশ আনন্দের সাথেই সালমান খানের ছবিতে তার ভালো কাজের কথা বলছিলেন। গান ও সংগীতের মাধ্যমে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নেপালিদের এক সুতোয় গেঁথেছিলেন।”
‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে প্রশান্তের সাথে কাজ করা অভিনেতা অনুপ বিক্রম শাহী তাকে একজন দক্ষ গায়ক ও প্রতিভাবান অভিনেতা হিসেবে স্মরণ করেন। শাহী বলেন, “ছবির সেটে ৪-৫ দিন আমাদের দেখা হয়েছিল। তিনি খুবই বন্ধুসুলভ ও চমৎকার ব্যক্তিত্বের মানুষ ছিলেন। মাত্র ৪-৫ মাস আগেই তার সাথে আমার দেখা হয়; খবরটি আমি এখনো বিশ্বাস করতে পারছি না।”
প্রশান্ত তামাং স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তিনি দিল্লির জনকপুরীতে বসবাস করতেন। সূত্র অনুযায়ী, তার শাশুড়ি প্রথম মৃত্যুর সংবাদটি পান এবং প্রশান্তের ইন্ডিয়ান আইডল-এর বন্ধু অমিত পালকে জানান। এরপর অমিত পাল ইনস্টাগ্রামে খবরটি শেয়ার করলে তার মৃত্যুর বিষয়টি জনসমক্ষে আসে।