ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

২ মাঘ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

শিরোনাম

Scroll
হাসিনা-কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি ২০ জানুয়ারি
Scroll
গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণা : জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা
Scroll
জাপানে মধ্যম ও দীর্ঘ মেয়াদে থাকলে ভাষা শিখতে হবে
Scroll
দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে
Scroll
হাওর ও জলাভূমি রক্ষায় নতুন অধ্যাদেশ জারি: অবৈধ দখলে ২ বছরের জেল
Scroll
পত্রিকা: ’রাতের ভোটে লেনদেন ১০ হাজার কোটি’
Scroll
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসার কাজ স্থগিত করলো যুক্তরাষ্ট্র
Scroll
২৫টি রাজনৈতিক দলের প্রার্থী আছে চট্টগ্রামে
Scroll
যুক্তরাষ্ট্রের মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা
Scroll
আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?
Scroll
জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ অফুরন্ত: জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত
Scroll
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোট নেতাদের সাক্ষাৎ
Scroll
রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
Scroll
সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
Scroll
বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক
Scroll
মনোনয়ন গ্রহণ, বাতিল: ইসিতে পঞ্চম দিনে আরো ৭৩ আপিল মঞ্জুর
Scroll
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ
Scroll
দেশের ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সেনা প্রধান
Scroll
শুল্ক বাধা সত্ত্বেও চীনের রেকর্ড ১ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত
Scroll
স্বর্ণের দামে আবারও নতুন রেকর্ড, রুপার দাম ৯০ ডলারে পৌঁছেছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রজাপতি মেলা

সুভাষ কুমার বর্মন

প্রকাশ: ১৭:২৯, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৯, ৫ ডিসেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে প্রজাপতি মেলা। ছবি: সুভাষ কুমার বর্মন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও প্রজাপতি মেলা ২০২৫ শুরু হয়েছে আজ শুক্রবার (৫ই ডিসেম্বর) থেকে। প্রজাপতি গবেষক, লেখক প্রফেসর মনোয়ার হোসেন তুহিন-এর উদ্যোগে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ২০১০ সাল থেকে প্রজাপতি মেলার আয়োজন করা হচ্ছে। এটি তাদের ১৫তম আয়োজন।

প্রজাপতি মেলার অন্যতম সহযোগী আইইউসিএন (IUCN) এর কান্ট্রি ডিরেক্টর ও সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক আহমেদ বলেন, পাখি ও প্রজাপতি (Birds and Butterfly) বন, বন্যপ্রাণী পাখি বিষয়ে মানুষকে আগ্রহী করে তোলে। বন ও বন্যপ্রাণীকে ভালোবাসতে হবে। বন বাঁচলে, বন্যপ্রাণী বাঁচলে, মানুষ বাঁচবে। তিনি জানান, ২০১০ সাল থেকে আইইউসিএন প্রজাপতি মেলায়, প্রজাপতি গবেষণায় সহয়োগিতা করে যাচ্ছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধান বনসংরক্ষক তার বক্তব্যে বলেন, পাখি মেলা ও প্রজাপতি মেলা জীববৈচিত্র্য সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রজন্ম থেকে প্রজন্মতরে জ্ঞান বিতরণে এই জাতীয় মেলার ভূমিকা অপরিসীম। প্রজাপতি পরিবেশের স্বাস্থ্য ইনডিকেটর হিসাবে কাজ করে। তিনি আরও বলেন, প্রজাপতির মতো এত রঙ নিয়ে আর কোন প্রাণী পৃথিবীতে আসেনি। ফুল ও ফলের পরাগয়নে সহযোগিতা করে প্রজাপতি। এই মেলার কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেবার আহবান জানান তিনি।

প্রজাপতি মেলার স্পনসরকারী প্রতিষ্ঠানের পক্ষে সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ডিরেক্টর, কিউট এর ম্যানেজিং ডিরেক্টর , প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি বক্তব্য রাখেন। তাঁরা সকলেই আগামীতে এই আয়োজনের সাথে যুক্ত থাকতে আগ্রহ প্রকাশ করেন।

প্রজাপতি মেলার অন্যতম আকর্ষণ ছিল, প্রজাপতি গবেষণায়, প্রজাপতি বিষয়ক সচেতনতা তৈরিতে সহযোগিতা কারী বিভিন্ন

বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৈয়দ আব্বাস, মিডিয়া পুরস্কার লাভ করেন একুশে টেলিভিশন এবং বাটারফ্লাই এওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়ডঃ. আলি রেজা খান কে।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রজাপতির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে সবকিছুরই মূল্য আছে। মানুষের মূল্য আছে, প্রকৃতির মূল্য আছে। মানুষের বিচিত্র রঙ , প্রজাপতির বর্ণিল রঙের মাধ্যমে উপলব্ধি করার আহ্বান জানান তিনি। উপাচার্য আরও বলেন, প্রজাপতি মেলা ও পাখি মেলার এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন