শিরোনাম
সুভাষ কুমার বর্মন
প্রকাশ: ১৭:২৯, ৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৩৯, ৫ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে প্রজাপতি মেলা। ছবি: সুভাষ কুমার বর্মন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের মতো এবারও প্রজাপতি মেলা ২০২৫ শুরু হয়েছে আজ শুক্রবার (৫ই ডিসেম্বর) থেকে। প্রজাপতি গবেষক, লেখক প্রফেসর মনোয়ার হোসেন তুহিন-এর উদ্যোগে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ২০১০ সাল থেকে প্রজাপতি মেলার আয়োজন করা হচ্ছে। এটি তাদের ১৫তম আয়োজন।
প্রজাপতি মেলার অন্যতম সহযোগী আইইউসিএন (IUCN) এর কান্ট্রি ডিরেক্টর ও সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক আহমেদ বলেন, পাখি ও প্রজাপতি (Birds and Butterfly) বন, বন্যপ্রাণী পাখি বিষয়ে মানুষকে আগ্রহী করে তোলে। বন ও বন্যপ্রাণীকে ভালোবাসতে হবে। বন বাঁচলে, বন্যপ্রাণী বাঁচলে, মানুষ বাঁচবে। তিনি জানান, ২০১০ সাল থেকে আইইউসিএন প্রজাপতি মেলায়, প্রজাপতি গবেষণায় সহয়োগিতা করে যাচ্ছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধান বনসংরক্ষক তার বক্তব্যে বলেন, পাখি মেলা ও প্রজাপতি মেলা জীববৈচিত্র্য সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। প্রজন্ম থেকে প্রজন্মতরে জ্ঞান বিতরণে এই জাতীয় মেলার ভূমিকা অপরিসীম। প্রজাপতি পরিবেশের স্বাস্থ্য ইনডিকেটর হিসাবে কাজ করে। তিনি আরও বলেন, প্রজাপতির মতো এত রঙ নিয়ে আর কোন প্রাণী পৃথিবীতে আসেনি। ফুল ও ফলের পরাগয়নে সহযোগিতা করে প্রজাপতি। এই মেলার কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেবার আহবান জানান তিনি।
প্রজাপতি মেলার স্পনসরকারী প্রতিষ্ঠানের পক্ষে সাউথইস্ট ব্যাংকের ডেপুটি ডিরেক্টর, কিউট এর ম্যানেজিং ডিরেক্টর , প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিনিধি বক্তব্য রাখেন। তাঁরা সকলেই আগামীতে এই আয়োজনের সাথে যুক্ত থাকতে আগ্রহ প্রকাশ করেন।
প্রজাপতি মেলার অন্যতম আকর্ষণ ছিল, প্রজাপতি গবেষণায়, প্রজাপতি বিষয়ক সচেতনতা তৈরিতে সহযোগিতা কারী বিভিন্ন
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৈয়দ আব্বাস, মিডিয়া পুরস্কার লাভ করেন একুশে টেলিভিশন এবং বাটারফ্লাই এওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়ডঃ. আলি রেজা খান কে।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রজাপতির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে সবকিছুরই মূল্য আছে। মানুষের মূল্য আছে, প্রকৃতির মূল্য আছে। মানুষের বিচিত্র রঙ , প্রজাপতির বর্ণিল রঙের মাধ্যমে উপলব্ধি করার আহ্বান জানান তিনি। উপাচার্য আরও বলেন, প্রজাপতি মেলা ও পাখি মেলার এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।