ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

৭ আশ্বিন ১৪৩২, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

বণিক বার্তা অনলাইন

হয়তো একদিন আমাকেও ঢাকায় পাঠিয়ে দেয়া হতে পারে : অমর্ত্য সেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:৫৮, ২৩ আগস্ট ২০২৫

হয়তো একদিন আমাকেও ঢাকায় পাঠিয়ে দেয়া হতে পারে : অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

 

ভারতে বাড়তে থাকা ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ধরপাকড়, পশ্চিমবঙ্গের অনেককে বাংলাদেশী সন্দেহে বাংলাদেশে ‘পুশ’ করা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরের দিকে ইঙ্গিত করে শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এ ধরনের প্রবণতা গণতান্ত্রিক সমাজের জন্য বিপজ্জনক।’ খবর পিটিআই।

ফেরত পাঠানো প্রসঙ্গে রসিকতার সুরে তিনি বলেন, ‘হয়তো একদিন আমাকেও ঢাকায় পাঠিয়ে দেয়া হতে পারে, কারণ আমার পরিবারের শেকড় ওখানেই,’ খবর বণিক বার্তার।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘ভারতের সংবিধান প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে দেশের যে কোনো প্রান্তে বসবাস ও কাজ করার অধিকার দিয়েছে। ভারতের এই দিকটি ভুললে চলবে না। পাঞ্জাবি, তামিল যা-ই হোন তাকে সম্মান করতেই হবে। সে অধিকার ক্ষুণ্ণ হলে তা শুধু নির্দিষ্ট কোনো ভাষাভাষী জনগোষ্ঠীর সমস্যা নয়, বরং পুরো দেশের জন্যই উদ্বেগজনক’

তিনি আরো বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষকে অন্য কোনো রাজ্যে বাধা দিলে, অসম্মান করলে, বড় প্রতিবাদ করতে হবে। নানা সময়ে বহু প্রতিক্রিয়ার প্রয়োজন পড়ে। কিন্তু সে প্রতিক্রিয়া যদি অন্য মানুষের সমস্যার কারণ হয়ে ওঠে, তাহলে তার সমর্থন থাকবে না’

এরপর অমর্ত্য সেন বাংলা ও বাঙালির প্রসঙ্গ তুলে বলেন, ‘আজকাল শুনেছি বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। আচ্ছা ফরাসিতে কথা বললে কি ফ্রান্সে পাঠিয়ে দেয়া হতে পারে? আমি অবশ্য ফরাসি জানি না। তবে বাংলাদেশে যদি পাঠায়, আমার খুব আপত্তি থাকবে না। কারণ আমার আদি বাড়ি ঢাকায়।’


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন